ইরানের ‘মনস্টার মিসাইল’ তাড়িয়ে বেড়াবে ইসরায়েলিদের
ঠিক যেন গ্রিক ট্র্যাজেডির পুনর্জন্ম, কিন্তু এবার রক্তাক্ত মঞ্চ বসেছে মধ্যপ্রাচ্যে। ইরান যখন তাদের ‘মনস্টার মিসাইল’ খেইবার শেকান ছুঁড়ে দেয়, তা যেন এক পৌরাণিক দানবের লেলিহান জিহ্বার মতো আছড়ে পড়ে দক্ষিণ ইসরায়েলের শহর বিরশেবাতে। ভোরের ঠিক আগে, যখন মানুষ ঘুমের অতলে, তখনই ছিন্নভিন্ন হয় একটি আবাসিক ভবনের একপাশ। বিস্ফোরণ ঘটে সেই ‘নিরাপদ’ ঘরে, যাকে তারা আশ্রয়ের শেষ ভরসা ভাবছিল।