উড়াল সড়কের পাইলিং করতে গিয়ে গ্যাস লাইনে আগুন, নারায়ণগঞ্জ ও ফতুল্লায় গ্যাস সরবরাহ বন্ধ
নারায়ণগঞ্জ-মুক্তারপুর উড়াল সড়কের পাইলিং কাজ করার সময় গ্যাস লাইন ফেটে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি থাই গ্লাসের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এক পথচারী দগ্ধ হয়েছেন। ঘটনার পর নারায়ণগঞ্জ শহর ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।