রয়টার্স এক্সক্লুসিভ : ট্রাম্পের হুমকিকে পাত্তা দিচ্ছেন না পুতিন, লক্ষ্য যুদ্ধ জয়
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ বন্ধের আল্টিমেটামকে গুরুত্ব দিচ্ছেন না বলে জানিয়েছে ক্রেমলিন ঘনিষ্ঠ সূত্র। পুতিন এখনো ইউক্রেনের চারটি অঞ্চল পুরোপুরি দখল করার লক্ষ্যে অটল। ট্রাম্প হুমকি দিয়েছেন, পুতিন যুদ্ধবিরতিতে রাজি না হলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে এবং যারা রুশ তেল কিনবে, তাদের ওপর ১০০ শতাংশ শুল্ক চাপানো হবে। এই তালিকায় সবচেয়ে বড় ক্রেতা চীন ও ভারত।