‘ওডিবি-এম-১৭০১’ গ্রুপে রাষ্ট্রবিরোধী অপকর্মের পরিকল্পনা
সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকে রয়েছে ‘ওডিবি-এম-১৭০১’ বা অপারেশন ঢাকা ব্লকেড নামের একটি গ্রুপ। এ গ্রুপেই রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করেন মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া তাহমিদ জাফরিন। এ গ্রুপের অ্যাডমিনদের মধ্যে তিনিও রয়েছেন।