Web Analytics

সারোয়ার তুষার জানান, হাসপাতালের ভর্তি ফরমে স্বামীর জায়গায় সারোয়ার তুষারের নাম থাকা নিয়ে নীলা ইস্রাফিল ‘মিথ্যাচার’ করছেন। প্রমাণস্বরূপ নীলা স্ট্যাটাসের সঙ্গে হাসপাতালের যে ভর্তি ফরম জুড়ে দিয়েছেন তাতে অসঙ্গতি দেখা যাচ্ছে। ফরমে পিতা/স্বামী শব্দের পাশে কলম দিয়ে c/o (কেয়ার অব/প্রযত্নে) লেখা হয়েছে। কিন্তু লাল বৃত্ত দিয়ে নীলা C অক্ষরটি ঢেকে দিয়েছেন। এতে বোঝা যাচ্ছে, উদ্দেশ্যমূলকভাবে সারোয়ার তুষারকে হেয় করতে এমনটি করেছেন নীলা। এ নিয়ে তুষার লেখেন, হাসপাতালে পেশেন্ট যখন আপনি ভর্তি করবেন তখন পিতা বা স্বামীর নাম না জানলে তখন C/O লিখে যে ভর্তি করেছে তার নাম লেখা হয়। এটা হাসপাতালে ভর্তি এক অতি সাধারণ রীতি। স্বামী/পিতার ক্ষেত্রে উপরে টিক চিহ্ন দেওয়ার রেওয়াজ। এসব প্রতারণা ও বাটপারি বন্ধ করতে হবে।

10 Aug 25 1NOJOR.COM

হাসপাতালের ভর্তি ফরমে স্বামীর জায়গায় সারোয়ার তুষারের নাম থাকা নিয়ে নীলা ইস্রাফিল ‘মিথ্যাচার’ করছেন: সারোয়ার তুষার

নিউজ সোর্স

তুষারকে নিয়ে নীলার ‘মিথ্যাচারিতা’

হাসপাতালের ভর্তি ফরমে স্বামীর জায়গায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের নাম থাকা নিয়ে দলটির সাবেক নেত্রী নীলা ইস্রাফিল ‘মিথ্যাচার’ করছেন বলে অভিযোগ উঠেছে।