Web Analytics

শুক্রবার কেন্দ্রীয় কমিটির প্রেস বিজ্ঞপ্তিতে, তরমুজ নিতে নিষেধ করায় এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে গাজীপুর জেলা ছাত্রদলের নেতাকে দল থেকে অব্যাহতি দিয়েছে ছাত্রদল। অব্যাহতি পাওয়া রমিজ উদ্দিন সৈকত (৩০) গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক। অভিযুক্ত অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় একটি মহল সাংবাদিকদের কাছে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়েছে। ওই ব্যবসায়ী তরমুজ মেপে অতিরিক্ত দামে বিক্রি করছিলো। এর প্রতিবাদ করলে ওই ব্যবসায়ী আমাকে মারধর করেছেন। জানা গেছে, ব্যবসায়ী এনামুল হক মুন্সির কাছে টাকা না দিয়ে তরমুজ নিতে চায় সৈকত। এতে ব্যবসায়ী নিষেধ করায় তাকে মারধর করে।

Card image

নিউজ সোর্স

RTV 07 Mar 25

শ্রীপুরে ব্যবসায়ীকে মারধর, জেলা ছাত্রদল নেতাকে অব্যাহতি

তরমুজ নিতে নিষেধ করায় এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে গাজীপুর জেলা ছাত্রদলের নেতাকে দল থেকে অব্যাহতি দিয়েছে জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদল।