অধ্যাদেশ সংশোধন প্রস্তাব অনুমোদন: সরকারি কর্মচারীদের তদন্ত ছাড়া শাস্তি নয়
কর্মকর্তা-কর্মচারীদের আপত্তির মুখে সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেয়া হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সরকারি কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের বিধান রাখা হয়েছে।