ট্রাম্পের অবস্থান পরিবর্তন, যুক্তরাষ্ট্রে ক্রিপ্টো পেলো আইনি বৈধতা
যুক্তরাষ্ট্রে পাশ হয়েছে জাতীয় ক্রিপ্টোকারেন্সি বিল ‘জিনিয়াস অ্যাক্ট’। এক দশক আগেও যাকে ‘ভবিষ্যতের কেলেঙ্কারি’ বলে আখ্যা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, এবার সেই ক্রিপ্টোকে বৈধতা দিল কংগ্রেস। বিলটিতে মূলত স্টেবলকয়েন নামের এক ধরনের ডিজিটাল মুদ্রার জন্য নিয়ন্ত্রক কাঠামো নির্ধারণ করা হয়েছে, যার মান ডলারের মতো নিরাপদ সম্পদের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকে।