সচিবালয়ে বিক্ষোভ অব্যাহত : দ্রুত অধ্যাদেশ বাতিল দাবিতে সরকারকে আলটিমেটাম
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সরকারকে আলটিমেটাম দিয়েছেন কর্মচারী নেতারা। দ্রুত অধ্যাদেশটি বাতিল না করলে তারা দেশের আট বিভাগে সম্মেলন করবেন। সেখান থেকে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। সম্মেলনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শিগগির প্রস্তুতি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন কর্মচারী নেতা নুরুল ইসলাম। এদিকে গত কয়েক দিনের মতো মঙ্গলবারও অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করেছেন সরকারি কর্মচারীরা। বিক্ষোভ মিছিল ও সমাবেশের পর তারা দুই উপদেষ্টাকে অধ্যাদেশ বাতিলের দাবি সংবলিত স্মারকলিপি দিয়েছেন।