ন্যায়বিচারের জন্য জুলাই তরুণদের আত্মোৎসর্গই আমার অনুপ্রেরণা: প্রধান বিচারপতি
নিউইর্য়কে অনুষ্ঠিত ইউনাইটেড নেশানস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ( ইউএনডিপি)'র এ বছরের বার্ষিক রোল অব ল ( আইনের শাসন) সম্মেলনে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্রনেতৃত্বাধীন বিক্ষোভগুলোতে অন্যায়, স্বেচ্ছাচারিতা এবং দমননীতির বিরুদ্ধে যুবসমাজের অভূতপূর্ব প্রতিবাদ দেখা যায় যা ন্যায়বিচারের একটি দৃঢ় দাবি হিসাবে প্রমাণিত ।