Web Analytics

বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী নির্বাচিত বলেছেন, নির্বাচিত সরকারের ওপরই বিনিয়োগকারীদের বেশি কনফিডেন্স থাকে। তিনি বলেন, একজন বক্তা ওখানে বলেছেন, "গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে অর্থনৈতিক অবস্থা ভালো হবে।" অবশ্যই সেটা একটা নির্বাচনের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে অব্যাহত রাখতে হবে। আরো বলেন, বিএনপির রাজনীতিই তো হচ্ছে বিনিয়োগের রাজনীতি। এই যে বাংলাদেশে আজকে গার্মেন্টস শিল্প দেখতে পাচ্ছেন, বাংলাদেশে প্রাইভেট সেক্টরে প্রবৃদ্ধি যেটা হচ্ছে আমাদের পলিসির কারণে হয়েছে। খসরু আরও বলেন, বিএনপি ক্ষমতা ছাড়ে আজ থেকে ২১ বছর আগে, ৭.০৬ শতাংশ প্রবৃদ্ধি ছিল তখন বাংলাদেশে। সেই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশে ১০ শতাংশের বেশি প্রবৃদ্ধি হওয়ার কথা।

Card image

নিউজ সোর্স

RTV 09 Apr 25

নির্বাচিত সরকারেই বিনিয়োগকারীদের বেশি কনফিডেন্স: আমীর খসরু

নির্বাচিত সরকারের ওপরই বিনিয়োগকারীদের বেশি কনফিডেন্স (আত্মবিশ্বাস) থাকে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।