গাজায় ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানাল ওআইসি
সম্প্রতি গাজা উপত্যকার দারুল আরকাম স্কুলে ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)।
শনিবার এক বিবৃতিতে ওআইসি দারুল আরকাম স্কুলে ইসরাইলী হামলাকে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবনার সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করেছে। বিবৃতিতে বলা হয়, এ ধরনের হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যার শামিল। এমনকি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে, যেন তারা জাতিসংঘ সনদের অধ্যায় ৮ অনুযায়ী অবিলম্বে গাজায় একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করে। পাশাপাশি গাজায় মানবিক সাহায্য প্রবেশ নিশ্চিত করে ও আন্তর্জাতিক অপরাধ আইনের আওতায় দায়বদ্ধতা কার্যকর করে। একই সঙ্গে দখলদার বাহিনীর অব্যাহত অপরাধ ও গণহত্যার জন্য ইসরাইলকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে।
গাজায় ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানাল ওআইসি
সম্প্রতি গাজা উপত্যকার দারুল আরকাম স্কুলে ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)।