কাদের সিদ্দিকীর বিরুদ্ধে স্কুলের জমি-কমিটি দখলের অভিযোগ
১৯৯০ সালে গাজীপুরের রাজেন্দ্রপুর উপজেলার নয়নপুর গ্রামে এলাকাবাসীর সহযোগিতায় পারিবারিক সম্পত্তির উপর কচি-কাঁচা একাডেমি প্রতিষ্ঠা করেন ইকবাল সিদ্দিকী। পরবর্তীতে তার নেতৃত্বেই গড়ে উঠে নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয়, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ এবং ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি। তবে ২০২৩ সালে ইকবাল সিদ্দিকীর মৃত্যুর পর সুকৌশলে তার দূর সম্পর্কের আত্মীয় কাদের সিদ্দিকী নিজেকে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির স্বঘোষিত সভাপতি ঘোষণা করেন। সভাপতি হওয়ার পর থেকেই তিনি সকল প্রতিষ্ঠানের জমি এবং প্রতিষ্ঠান দখল করতে জাল ও মৃত ব্যক্তির স্বাক্ষর নিয়ে কমিটি গঠন, রাজনৈতিক প্রভাব খাটানোসহ নানান 'অপকর্ম' শুরু করেন কৃষক শ্রমিক জনতা লীগ-এর সভাপতি আবদুল কাদের সিদ্দিকী।