Web Analytics

সৈয়দ জামিল আহমেদের পদত্যাগ ঘিরে উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও জামিল পরস্পর অভিযোগ তুলেন। এ প্রসঙ্গে ফেসবুকে প্রিন্স মাহমুদ লিখেছেন, উপদেষ্টা ঠিক আছেন, অন্ততপক্ষে বালখিল্য আচরণ করছেন না। সংবেদনশীল। কোথায় কি বলতে হবে করতে হবে বোঝেন। সময় তাকেই চায়‌। কমেন্টবক্সে আরো লিখেছেন, মধ্যপন্থী হলো সামাজিক সাম্যের ভারসাম্য ও সামাজিক স্তরবিন্যাসের একটি নির্দিষ্ট মাত্রাকে গ্রহণযোগ্যতা বা সমর্থন দেয়া। এবং এমন রাজনৈতিক পরিবর্তন, যার ফলে সমাজে একটি উল্লেখযোগ্য ডানপন্থি বা বামপন্থি অভিমুখী শক্তিশালী রাজনৈতিক স্থানান্তর হবে, তার বিরোধিতা করে।

Card image

নিউজ সোর্স

জামিলকাণ্ডে উপদেষ্টা ফারুকীকে প্রিন্স মাহমুদের সমর্থন

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে সৈয়দ জামিল আহমেদের সরে দাঁড়ানোর পর থেকেই আলোচনায় অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। কারণ জামিলের অভিযোগের তীর ফারুকীর দিকে।