বিমানবাহিনীর গুলিতে যুবকের মৃত্যুর তথ্য সঠিক নয়: আইএসপিআর
কক্সবাজারে বিমানবাহিনীর গুলিতে এক যুবক নিহত হয়েছে বলে যে দাবি করা হচ্ছে, তা সঠিক নয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, কক্সবাজারে বিমানবাহিনীর গুলিতে যুবক নিহত হয়েছে বলে অপপ্রচার চালানো হচ্ছে। ঘাঁটিতে কিছু স্থানীয় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় বিমানবাহিনীর চার সদস্য আহত হয়েছেন। তারা চিকিৎসাধীন।