লােহিত সাগরে ডুবল ৬৭ মিলিয়ন ডলারের মার্কিন যুদ্ধবিমান
হুথি বিদ্রােহীদের ঠেকাতে নিয়োাজিত একটি ব্যয়বহুল মার্কিন যুদ্ধবিমান লােহিত সাগরে ডুবে গেছে। যার আনুমানিক মূল্য ৬৭ মিলিয়ন ডলার। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, সোমবার লােহিত সাগরে ইউএসএস হ্যারি এস ট্রুম্যান নামের একটি বিমানবাহী রণতরী থেকে যুদ্ধবিমানটি পড়ে যায়। দুর্ঘটনায় এক নাবিক আহত হয়েছেন।