পোশাক নিয়ে কাউকে হেয় করা চলবে না: সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এবারের নির্বাচনে ২৮টি পদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের আবু সাদিক কায়েম। এরপর থেকে অনেকে আলোচনা করছেন নারীদের পোশাক, স্বাধীনতা খর্ব হওয়ার আশঙ্কা নিয়ে। তবে এসব ভাবনা উড়িয়ে দিয়ে ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বললেন, কারও স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না।