ঢাকা দক্ষিণে বিঘ্নিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম : দেখা মিলছে না মশকনিধন কর্মীদের, অবনতি হতে পারে ডেঙ্গু পরিস্থিতি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জুরাইনকে বলা হয় ডেঙ্গুর হটস্পট। প্রতি বছরই এখানে ডেঙ্গু রোগীর সংখ্যা থাকে অনেক বেশি। এ এলাকার বাসিন্দা মো. ইমন আহমেদ। স্থানীয় একটি কিন্ডারগার্টেন পরিচালনা করেন তিনি। তার মতে, এক মাসের বেশি সময় ধরে পুরো জুরাইন এলাকায় মশকনিধন কর্মীদের কোনো তৎপরতা দেখা যায়নি। একই অভিযোগ জুরাইনের বিভিন্ন গলির বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দার। শুধু জুরাইন নয়, বেশ কিছুদিন ধরেই ডিএসসিসির বেশির ভাগ এলাকার চিত্রই এমন। নগর ভবনের জটিলতায় স্থবির হয়ে পড়েছে ডিএসসিসির মশকনিধন কার্যক্রম। ফলে চলতি মৌসুমে ডেঙ্গু পরিস্থিতি আরো অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।