Web Analytics

আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। দলটির কার্যক্রম নিষিদ্ধ করা এই মুহূর্তে গণদাবি বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণ-অভ্যূত্থানের শহিদদের কবর জিয়ারত শেষে তিনি বলেন, আমরা বিচারের প্রতি আস্থাশীল। আমরা মনে করি, বিচার এবং রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিষয়টি সেটি সুরাহা হতে পারে।’ তিনি আরও বলেছেন, ‘ঈদে আনন্দের মাঝেও আমাদের মধ্যে দুঃখ রয়েছে, কারণ গণ-অভ্যুত্থানে আমরা যেসব ভাইবোনকে হারিয়েছি, তাদের ছাড়া অনেকগুলো পরিবার ঈদ পালন করছে। সেই কষ্ট, সেই বেদনার ভাগ নিতেই জুরাইন কবরস্থানে এসেছি। পরিবারের সাথে কথা বলেছি। এ সময় নাহিদ আহত ও নিহতদের পুনর্বাসনের গতি বাড়াতে তাগিদ দেন।

31 Mar 25 1NOJOR.COM

এ দেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই: নাহিদ ইসলাম

নিউজ সোর্স

এ দেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই: নাহিদ ইসলাম

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। দলটির কার্যক্রম নিষিদ্ধ করা এই মুহূর্তে বাংলাদেশের মানুষের গণদাবি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।