বাইরের দেশগুলোতে ভোটের স্বচ্ছতা নিয়ে মন্তব্য না করতে মার্কিন কূটনীতিকদের নির্দেশ
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের নির্দেশ দিয়েছেন যেন তারা বিদেশি নির্বাচনের স্বচ্ছতা বা নিরপেক্ষতা নিয়ে কোনো মন্তব্য না করেন। এই নির্দেশনার মাধ্যমে ওয়াশিংটন দীর্ঘদিনের প্রতিষ্ঠিত নীতি থেকে সরে আসছে, যেখানে তারা বিশ্বজুড়ে অবাধ ও স্বচ্ছ নির্বাচনের প্রসারে কাজ করে আসছিল।