হাসিনার রায়কে ঘিরে সাভার ও ধামরাইয়ে বাসে আগুন
সাভার ও ধামরাইয়ে রোববার (১৬ নভেম্বর) রাতে ও সোমবার ভোরে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সাভারের বিরুলিয়া পুলিশ ফাঁড়ির এসআই ওহাব জানান, ভোর রাতে সাভারের বিরুলিয়ায় বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি পার্কিং করে চালক খাবার খেতে যায়।