Web Analytics

শতাধিক বছর আগে প্রতিষ্ঠিত রাজবাড়ী পৌরসভা তিন দশক ধরে প্রথম শ্রেণীর হলেও আধুনিক অবকাঠামো গড়ে উঠেনি। অধিকাংশ সড়ক ভাঙা, ড্রেনের ঢাকনা নেই, এবং শহরের বিভিন্ন স্থানে আবর্জনা ছড়িয়ে আছে। মশক নিধন কার্যক্রম ১০ মাস বন্ধ থাকায় ডেঙ্গুর রোগীর সংখ্যা বেড়েছে; আগস্টে ভর্তি হয়েছে ৬০ জন। বাসিন্দারা দুর্গন্ধ ও অযোগ্য বসবাসের পরিস্থিতি তুলে ধরেছেন। পৌরসভা কর্তৃপক্ষ অকেজো যন্ত্রপাতি ও মশকনাশকের অভাবকে প্রধান সমস্যার কারণ হিসেবে উল্লেখ করেছে।

06 Sep 25 1NOJOR.COM

রাজবাড়ী পৌরসভা আধুনিক অবকাঠামো উন্নয়নে পিছিয়ে, ডেঙ্গুর প্রকোপ বাড়ছে

নিউজ সোর্স

রাজবাড়ী পৌরসভায় তিন দশকেও গড়ে ওঠেনি আধুনিক অবকাঠামো

নাগরিকদের নগর সেবা নিশ্চিতের লক্ষ্যে ১৯১৩ সালে প্রতিষ্ঠিত হয় রাজবাড়ী পৌরসভা। তখন প্রতিষ্ঠানের নাম ছিল টাউন কমিটি। ১৯২৩ সালে এর নাম হয় রাজবাড়ী মিউনিসিপ্যালিটি। ১৯৭২ সালে রাজবাড়ী পৌরসভা নামকরণ হয়। ১৯৯১ সালে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়। এরপর তিন দশক পার হলেও সে অনুপাতে গড়ে ওঠেনি আধুনিক অবকাঠামো। পৌরসভার সড়কগুলোয় দীর্ঘদিন ধরে সংস্কার না করায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের মূল ড্রেনের বেশির ভাগ স্থানে ঢাকনা নেই। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনাও গড়ে ওঠেনি। জায়গায় জায়গায় স্তূপ করে রাখা হচ্ছে আবর্জনা। মশক নিধনে ১৮টি ফগার মেশিন থাকলেও ১৬টিই নষ্ট। নালায় জমে থাকা পানিতে মশার বংশ বিস্তার বাড়লেও ১০ মাস ধরে কার্যত বন্ধ রয়েছে নিধন কার্যক্রম। এতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ।