রাজবাড়ী পৌরসভায় তিন দশকেও গড়ে ওঠেনি আধুনিক অবকাঠামো
নাগরিকদের নগর সেবা নিশ্চিতের লক্ষ্যে ১৯১৩ সালে প্রতিষ্ঠিত হয় রাজবাড়ী পৌরসভা। তখন প্রতিষ্ঠানের নাম ছিল টাউন কমিটি। ১৯২৩ সালে এর নাম হয় রাজবাড়ী মিউনিসিপ্যালিটি। ১৯৭২ সালে রাজবাড়ী পৌরসভা নামকরণ হয়। ১৯৯১ সালে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়। এরপর তিন দশক পার হলেও সে অনুপাতে গড়ে ওঠেনি আধুনিক অবকাঠামো। পৌরসভার সড়কগুলোয় দীর্ঘদিন ধরে সংস্কার না করায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের মূল ড্রেনের বেশির ভাগ স্থানে ঢাকনা নেই। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনাও গড়ে ওঠেনি। জায়গায় জায়গায় স্তূপ করে রাখা হচ্ছে আবর্জনা। মশক নিধনে ১৮টি ফগার মেশিন থাকলেও ১৬টিই নষ্ট। নালায় জমে থাকা পানিতে মশার বংশ বিস্তার বাড়লেও ১০ মাস ধরে কার্যত বন্ধ রয়েছে নিধন কার্যক্রম। এতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ।