মেয়র সাদিক খানের ঈদবার্তায় ফিলিস্তিনি প্রসঙ্গ, ইসরাইলী দূতাবাসের সমালোচনা জবাব দিল মেয়রের দপ্তর
লন্ডনের মেয়র সাদিক খানের ঈদুল ফিতরের শুভেচ্ছাবার্তা ঘিরে যুক্তরাজ্যে অবস্থিত ইসরাইলি দূতাবাস একটি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এক দীর্ঘ বিবৃতিতে তারা মেয়র খানের বিরুদ্ধে ‘হামাসের প্রচারণা ছড়ানোর’ অভিযোগ তোলে। তবে লন্ডনের মেয়রের দপ্তর তাৎক্ষণিকভাবে এই সমালোচনার কঠোর প্রতিবাদ জানায়।