ষড়যন্ত্র করে বিএনপিকে জনগণ থেকে সরিয়ে রাখা যাবে না
ষড়যন্ত্র করে, চক্রান্ত করে আর গুজব ছড়িয়ে বিএনপিকে জনগণ থেকে দূরে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহীন।
রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও অবিলম্বে জাতীয় নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিলে যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহীন বলেন, ষড়যন্ত্র করে ও গুজব ছড়িয়ে বিএনপিকে জনগণ থেকে দূরে রাখা যাবে না। তিনি বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল। বিগত দিনে ফ্যাসিবাদ সরকারের অকথ্য নির্যাতনের মধ্যেও জনগণের ভালোবাসায় এই দল টিকে আছে। আগামীতেও এই দল দেশের আপামর মানুষের আকুণ্ঠ সমর্থন নিয়ে সবার হৃদয়ে অবস্থান করবে। শাহীন বলেন, গত ১৫ বছর ধরে বাংলাদেশের মানুষ ও তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি। মানুষ ভোট দিতে চায়। কিন্তু কিছু ষড়যন্ত্রকারী ও এজেন্সি এই অন্তর্বর্তী সরকারের মাঝখানে ঢুকে জাতীয় নির্বাচনকে নিয়ে যড়যন্ত্র করছে বলে তিনি অবিলম্বে নির্বাচন চান।
ষড়যন্ত্র করে, চক্রান্ত করে আর গুজব ছড়িয়ে বিএনপিকে জনগণ থেকে দূরে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহীন।