পরিবেশবিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অবদানের জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) জাতীয় পরিবেশ পদক ২০২৪ পেয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বারির মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ প্রতিষ্ঠানের পক্ষে এ পদক গ্রহণ করেন। বারির কর্মকর্তারা জানান, টেকসই কৃষি উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে তাদের নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসেবেই এ অর্জন বিবেচিত হচ্ছে।
পরিবেশ গবেষণায় উদ্ভাবনের স্বীকৃতি, জাতীয় পরিবেশ পদক পেল বারি