Web Analytics

গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি বলেছেন, রাজনৈতিক দলগুলোর নির্বাচন চাওয়ার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। বরং নির্বাচনের দাবিকে ভারতীয় এজেন্ডা হিসেবে প্রচার বিপজ্জনক। সাকি বলেছেন, ‘নির্বাচন চাওয়াকে অপরাধ হিসেবে দেখার কিছু নেই। যদি ডিসেম্বরে নির্বাচন না হয় তাহলে সেটার ব্যাখ্যা জনগণের সামনে হাজির করতে হবে। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ না দিলে সংস্কারের অনেক বিষয় সম্পন্ন করা যাচ্ছে না। সংস্কারের অনেকগুলো বিষয়ে ঐক্যমত্য আছে আবার কিছু বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব।’ একই অনুষ্ঠানে এবি পার্টির সভাপতি মজিবর রহমান মঞ্জু বলেন, ‘সরকার আমাদের ঐক্যবদ্ধ রাখতে পারে নাই, রাজনৈতিক দলগুলোকে নির্দিষ্ট রোডম্যাপ দিতে পারে নাই। আমাদের ঐতিহাসিক সুযোগ আমরা যেন নষ্ট না করি।’

02 Jun 25 1NOJOR.COM

রাজনৈতিক দলগুলোর নির্বাচন চাওয়ার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। বরং নির্বাচনের দাবিকে ভারতীয় এজেন্ডা হিসেবে প্রচার বিপজ্জনক: জোনায়েদ সাকি

নিউজ সোর্স

‘নির্বাচনের দাবিকে ভারতীয় এজেন্ডা হিসেবে প্রচার বিপজ্জনক’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, রাজনৈতিক দলগুলোর নির্বাচন চাওয়ার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। বরং নির্বাচনের দাবিকে ভারতীয় এজেন্ডা হিসেবে প্রচার বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন তিনি।