Web Analytics

দীর্ঘ ১৫ বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ ১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা এবং স্বাধীনতা-পূর্ব ৪.২ বিলিয়ন ডলার ফেরতের দাবি জানায়। বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানান, পাকিস্তান প্রাথমিকভাবে আলোচনায় রাজি হয়েছে। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি পরিবহণ, শিক্ষা, কৃষি ও বাণিজ্য বাড়ানো নিয়ে আলোচনা হয়। আগের সরকারের পতনের পর ঢাকা-ইসলামাবাদ সম্পর্কে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছে এবং বাংলাদেশ পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছে। দুই দেশের সম্পর্ক নতুন অধ্যায়ে প্রবেশ করছে বলে মনে করছেন কূটনৈতিকরা।

Card image

নিউজ সোর্স

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বাণিজ্য ও ব্যবসার সম্ভাবনা খুঁজে বের করার লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, ‘কিছু বাধা রয়েছে। আমাদের সেগুলো অতিক্রম করে এগিয়ে যাওয়ার উপায় খুঁজে বের করতে হবে।’

বাংলাদেশের সঙ্গে বৈঠক নিয়ে যা বলছে পাকিস্তানের গণমাধ্যম

পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেড় দশক পর বৃহস্পতিবার সকালে পাকিস্তান ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে দুদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ পাকিস্তানের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছে। সেইসঙ্গে সরাসরি দুদেশে জাহাজ চলাচল চালু করেছে। দুদেশের মধ্যে বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগ বাড়ানোরও চেষ্টা করছে পাকিস্তান।
দেশটিতে বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান বলেছেন, পাকিস্তান বাংলাদেশে রপ্তানি বৃদ্ধির চিন্তা করছে।

একাত্তরের ঘটনায় পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান বাংলাদেশের

ঢাকা-ইসলামাবাদ সম্পর্ককে শক্ত ভিত্তির ওপর দাঁড় করতে হলে অতীতের অমীমাংসিত বিষয় সমাধানের বিকল্প নেই। দেড় দশক পর সচিব পর্যায়ের বৈঠকে পাকিস্তানকে এমন বার্তা দিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এমন বার্তা দেওয়া হয়। বৈঠকে পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে উভয়পক্ষ।