Web Analytics

জামায়াত আমির শফিকুর রহমান লিখেছেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশকৃত রিপোর্ট দেখে বিস্মিত। তিনি বলেন, ‘দেশে যখন নৈতিকতার অভাবে বিভিন্ন ধরনের সামাজিক এবং পারিবারিক সমস্যা দেখা দিচ্ছে, সেই প্রেক্ষাপটে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে সামাজিক শৃঙ্খলা ও সৌন্দর্য ফিরিয়ে আনার পরিবর্তে উক্ত সুপারিশমালায় এমন কিছু গর্হিত বিষয় নিয়ে আসা হয়েছে তা সমাজকে অনিশ্চয়তা ও চরম অস্থিতিশীলতার দিকে ঠেলে দিবে।’ আমির আরও লিখেছেন, কতিপয় সুপারিশ কোরআন এবং হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন। সকল ধর্মের মূল্যবোধকে তছনছ করে দিবে। বাংলাদেশের জনগণ এক বাক্যে তা প্রত্যাখ্যান করবে।

Card image

নিউজ সোর্স

RTV 20 Apr 25

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন, জামায়াত আমিরের কড়া প্রতিক্রিয়া

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে শনিবার (১৯ এপ্রিল)  প্রতিবেদন জমা দিয়েছে নারীবিষয়ক সংস্কার কমিশন। সেখানে ৪৩৩টি প্রস্তাব বা সুপারিশ দিয়েছে কমিশন। এরমধ্যে কিছু সুপারিশ দেখে বিস্মিত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।