গাজায় গণহত্যা: রায় দিতে এত দেরি করছে কেন আইসিজে
গাজা উপত্যকায় প্রতিদিন অনাহারে প্রাণ হারাচ্ছেন ফিলিস্তিনিরা। আন্তর্জাতিক আইনের বহু বিশেষজ্ঞ, মানবাধিকার সংস্থা ও রাজনৈতিক নেতারা ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে আখ্যা দিতে শুরু করেছেন। তবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলার চূড়ান্ত রায় দিতে বহু বছর সময় নেবে বলে ধারণা করা হচ্ছে। খবর দ্য গার্ডিয়ান।