ভয়াবহ পানি সংকটে ইংল্যান্ড, জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ সংকট হিসেবে চিহ্নিত
ভয়াবহ পানি সংকটে পড়েছে ইংল্যান্ড।আজ মঙ্গলবার দেশটির পরিবেশ সংস্থা (ইএ) জানিয়েছে, ১৯৭৬ সালের পর চলতি বছরের প্রথম ছয় মাস ইংল্যান্ডের জন্য সবচেয়ে শুষ্ক অবস্থা বিরাজ করছে। ফলে, দেশটির পানি সংকটকে ‘জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।