৪৭ বছর ধরে সুবিধাবঞ্চিতদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে ‘সুরভি’: ডা. জোবাইদা
দুস্থ অসহায় ছিন্নমূল শিশু-কিশোরদের জন্য সৈয়দা ইকবাল মান্দ বানু’র প্রতিষ্ঠিত ‘সুরভি’র ধানমন্ডি কার্যালয় পরিদর্শন করেছেন ডা. জোবাইদা রহমান। মঙ্গলবার (২৭ মে) দুপুরে তিনি ‘সুরভি’র কার্যালয়ে গেলে তাকে শিশু-কিশোর শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানান। এসময় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। পরে তিনি বলেন, ৪৭ বছর ধরে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে ‘সুরভি’।