তেহরান থেকে আগামী সপ্তাহেই ফিরতে শুরু করবে বাংলাদেশীরা
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে তেহরানে আটকাপড়া বাংলাদেশীদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার। এরই মধ্যে প্রায় ১০০ বাংলাদেশীর একটি তালিকা করা হয়েছে। তাদের প্রথম দলটি আগামী সপ্তাহেই দেশে ফিরবে। রোববার (২২ জুন) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি বিভাগের মহাপরিচালক আসিফ শাহ রহমান এসব তথ্য জানিয়েছেন। ব্রিফিংয়ে ইরান পরিস্থিতি নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগ পুনর্ব্যক্ত করা হয়।