Web Analytics

কাকরাইল মোড়ে টানা প্রায় ৫০ ঘণ্টার আন্দোলন শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে সরকার। দাবি পূরণে বিশেষ একটি কমিটি গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটিতে ইউজিসির এক সদস্যের নেতৃত্বে থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দুই অতিরিক্ত সচিব এবং সেনাবাহিনীর প্রতিনিধি। কমিটি প্রয়োজন মনে করলে কারিগরি জ্ঞানসম্পন্ন আরও সদস্য নিতে পারবে। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ একটি গণমাধ্যমকে বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের আবাসিক হলের কাজ দ্রুত করা হবে। আমি নিজে গিয়ে দেখেছি, দাঁড়ানোর জায়গা নেই, বসা যায় না। এভাবে একটি ক্যাম্পাস চলতে পারে না। বিশ্ববিদ্যালয়টির জন্য বরাদ্দ বাড়ানো হবে।’

Card image

নিউজ সোর্স

জবি শিক্ষার্থীদের দাবি পূরণে হচ্ছে বিশেষ কমিটি

রাজধানীর কাকরাইল মোড়ে টানা প্রায় ৫০ ঘণ্টার আন্দোলন শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে সরকার। এসব দাবি পূরণে এরইমধ্যে বিশেষ একটি কমিটি গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।