নিষেধাজ্ঞা না উঠালে নির্বাচন পণ্ড করে দেবে আ.লীগ
এবার নির্বাচন পণ্ড করে দেওয়ার হুমকি দিয়েছেন পতিত স্বৈরাচার শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার তীব্র গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। আজ তার বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায়। তার ঠিক আগে ছেলে সজীব ওয়াজেদ জয় হুমকি দিয়ে বলেছেন, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা না তুলে নিলে দলটির নেতাকর্মী ও সমর্থকরা আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন পণ্ড করে দেবে। সেই সঙ্গে পরিস্থিতির অবনতি হলে আন্দোলন সহিংসতায় রূপ নিতে পারে বলেও হুঁশিয়ার করেছেন তিনি।