‘তুমি কি মুসলিম’ জানতে চাওয়ার পরই নিউইয়র্কে নারীর ওপর হামলা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাবওয়েতে ৫৫ বছর বয়সী এক নারীকে ‘তুমি কি মুসলিম’ জানতে চাওয়ার পরই তাকে মারধর শুরু করেন নাভেদ দুরানি নামের হামলাকারী। বুধবার (১৮ জুন) ভোরে নিউইয়র্ক নগরের কুইন্স এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউএবিসি জানায়।