ঢাবি শিক্ষার্থীকে ‘শিবির ট্যাগ’, দুঃখ প্রকাশ করলেন এজিএস প্রার্থী মায়েদ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে আয়োজিত একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে প্রশ্ন করতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন প্রথম বর্ষের এক শিক্ষার্থী।
ডাকসু নির্বাচনকে ঘিরে আয়োজিত টকশোতে প্রশ্ন করতে গিয়ে প্রথম বর্ষের এক শিক্ষার্থী ছাত্রদল সমর্থিত এজিএস পদপ্রার্থী তানভীর আল হাদী মায়েদ কর্তৃক ‘শিবির’ ট্যাগ পান। এ বিষয়ে মায়েদ জানান, তাৎক্ষণিকভাবে এমন মন্তব্য করা উচিত হয়নি। তিনি বলেন, বক্তব্যের শুরু ও শেষে তিনি প্রশ্নকর্তার কাছে দুঃখ প্রকাশ করেছিলেন, যা অনেকের অজানা রয়ে গেছে। রাতে দেওয়া এক পোস্টে তিনি পুনরায় দুঃখ প্রকাশ করেন। মায়েদ বলেন, ডাকসু নির্বাচনে আমাদের প্যানেল ঘোষিত ইশতেহারের ১.২ দফায় আমরা উল্লেখ করেছি, ‘গেস্টরুম-গণরুম সংস্কৃতি, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচি ও দমনপীড়নের মতো ঘৃণিত চর্চা বন্ধ করে ক্যাম্পাসকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব থেকে চিরকালের জন্য মুক্তকরণ।' ইশতেহারের ১০.১ দফায় আমরা বলেছি, ‘একাডেমিক ক্যালেন্ডারে নিয়মিত ডাকসু নির্বাচন অন্তর্ভুক্ত করা।’ আরো বলেন, আমরা এগুলো বাস্তবায়নের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তিনি জানান, গেস্টরুম-গণরুমসহ জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করানোর বিরুদ্ধে আমি ক্যাম্পাসে দীর্ঘদিন সংগ্রাম করেছি। এছাড়াও নিয়মিত ডাকসু নির্বাচন আয়োজন করাও আমাদের অন্যতম অগ্রাধিকার।
ডাকসু নির্বাচনকে ঘিরে আয়োজিত টকশোতে প্রশ্ন করতে গিয়ে এক শিক্ষার্থী ছাত্রদল সমর্থিত এজিএস পদপ্রার্থী মায়েদ কর্তৃক ‘শিবির’ ট্যাগ পান। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মায়েদ।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে আয়োজিত একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে প্রশ্ন করতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন প্রথম বর্ষের এক শিক্ষার্থী।