রাশিয়ার হুমকির জবাবে নিউক্লিয়ার সাবমেরিনের অবস্থান পরিবর্তনের নির্দেশ ট্রাম্পের
রাশিয়ার সঙ্গে উত্তেজনাপূর্ণ বাকযুদ্ধে জড়ানোর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু’টি নিউক্লিয়ার সাবমেরিনের অবস্থান পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। শুক্রবার ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে ট্রাম্প জানান, সাবমেরিন মোতায়েনের এই সিদ্ধান্ত এসেছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে দেশটির সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের ‘উসকানিমূলক ও বেপরোয়া বক্তব্যের’ প্রতিক্রিয়ায়। খবর রয়টার্স।