নারী ও শিশু পাচারের অন্যতম রুট হয়ে উঠেছে কৈখালী সীমান্ত
সাতক্ষীরার সুন্দরবনের গাঘেঁষে কৈখালী সীমান্ত। এক পাশে বাংলাদেশ, অন্য পাশে ভারত। ভৌগোলিক অবস্থানগত কারণে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা এ ইউনিয়ন ঘিরে স্থানীয় পর্যায়ে তৈরি হয়েছে নারী পাচারের সক্রিয় চক্র। গভীর বনের পাশে কাঁটাতারবিহীন এ সীমান্ত সম্প্রতি নারী ও শিশু পাচারের অন্যতম রুট হয়ে উঠেছে। এ সীমান্ত দিয়ে পাচারের সময় নারী-শিশুদের উদ্ধারের ঘটনাও ঘটছে নিয়মিত। তবে পাচার হয়ে যাওয়া মানুষের সংখ্যা উদ্ধারকৃতদের চেয়ে কয়েক গুণ বেশি বলে দাবি স্থানীয়দের। সংশ্লিষ্টরা বলছেন, মানব পাচারের অপরাধে গ্রেফতার হলেও পরবর্তী সময়ে পাচারকারীদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করা যাচ্ছে না। পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির নজির স্থাপন করা না গেলে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আনা অসম্ভব। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলছে, সীমান্ত এলাকা দিয়ে নারী-শিশুসহ সব ধরনের পাচার রোধে কঠোর অবস্থানে রয়েছে বাহিনীটি।