জনসংখ্যা সংকটে দিশেহারা চীন, জন্মহার বাড়াতে নিল অভিনব উদ্যোগ
জন্মহার বাড়াতে এক যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছে চীন সরকার। তিন বছরের কম বয়সী প্রতিটি শিশুর জন্য বার্ষিক ৩,৬০০ ইউয়ান (প্রায় ৫০০ মার্কিন ডলার বা ৪০ হাজার টাকা) নগদ ভর্তুকি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। এটি চীনের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে এমন কোনো ভর্তুকি চালু করা হলো, যা প্রায় ২ কোটি পরিবারকে শিশু প্রতিপালনে আর্থিক সহায়তা দেবে বলে আশা করা হচ্ছে।