মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য
ইরান ও ইসরাইলের হামলা-পালটা হামলা ঘিরে চলমান উত্তেজনার মধ্যে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য। শনিবার (১৪ জুন) এ কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। খবর বিবিসির।
কানাডায় জোট জি–৭–এর সম্মেলনে অংশ নিতে যাওয়ার পথে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, মধ্যপ্রাচ্য অঞ্চলজুড়ে জরুরি সহায়তা দেওয়ার জন্যই যুদ্ধবিমান পাঠানো হবে। তিনি বলেন, ইসরাইল ও ইরানের মধ্যে তীব্র যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে আরও আরএএফ জেট পাঠানো হচ্ছে। আরও বলেন, টাইফুন এবং আকাশ থেকে আকাশে জ্বালানি তেলবাহী জাহাজসহ সামরিক বিমানগুলো ‘এই অঞ্চলজুড়ে জরুরি সহায়তার জন্য’ পাঠানো হচ্ছে।
ইরান ও ইসরাইলের হামলা-পালটা হামলা ঘিরে চলমান উত্তেজনার মধ্যে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য। শনিবার (১৪ জুন) এ কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। খবর বিবিসির।