Web Analytics

আনু মুহাম্মদ বলেন, আমাদের এখন যেসব সংস্কার কমিটিগুলো রয়েছে, তারা যেসব সুপারিশ দিয়েছে- সেগুলো অল্প করেও যদি বাস্তবায়ন করা হতো, তাহলেও বাজেটে কিছুটা নতুনত্ব আসতো। তিনি বলেন, সরকার মেগাপ্রকল্প থেকে বেরুতে চায়, এটা তাদের প্রত্যাশা। কিন্তু যেসব মেগাপ্রকল্প এখন চলমান রয়েছে, সেগুলোরও একটি পর্যালোচনা করতে হবে। আরো বলেন, রূপপুর, মাতারবাড়ী, রামপাল- এসব প্রকল্প থেকে সরকারের বের হয়ে আসার কোনো উদ্যোগ আমরা দেখিনি। আনু মুহাম্মদ বলেন, বাজেটে আগের ধারাবাহিকতাই দেখা যাচ্ছে; উন্নয়ন শুধু শিরোনামে দেখা যায়, বাস্তবতায় হলো জনগণের জীবন বিপন্নকারী। আমরা চাই, ২২ জুনের আগে বাজেটে যেসব ত্রুটি রয়েছে- তা সংশোধন করা হোক।

15 Jun 25 1NOJOR.COM

বাজেটে আগের ধারাবাহিকতাই দেখা যাচ্ছে; উন্নয়ন শুধু শিরোনামে দেখা যায়, বাস্তবতায় হলো জনগণের জীবন বিপন্নকারী। ২২ জুনের আগে বাজেটে যেসব ত্রুটি রয়েছে- তা সংশোধন করা হোক: আনু মুহাম্মদ

নিউজ সোর্স

বাজেট পাশের আগে ত্রুটি সংশোধন করুন: আনু মুহাম্মদ

আগামী ২২ জুন ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাশের আগে বাজেটে যেসব ত্রুটি রয়েছে, তা সংশোধন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক আনু মুহাম্মদ।