‘দন্ত-নখরবিহীন উচ্চকক্ষ জাতির কোনো কাজে আসবে না’
দন্ত-নখরবিহীন উচ্চকক্ষ জাতির কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, উচ্চকক্ষ যদি ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতা নিশ্চিত না করতে পারে, তবে তা জাতির কোনো কাজে আসবে না—বরং রাষ্ট্রের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। ফুয়াদ বলেন, নিম্নকক্ষের অনুপাতে উচ্চকক্ষের আসন বণ্টন হলে ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতা আসবে না। এবি পার্টি ভোটের অনুপাতের ভিত্তিতে উচ্চকক্ষ চায়। এমন উচ্চকক্ষ চাই, যেখানে সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকে। তিনি বলেন, এই উচ্চকক্ষ যেন রাজনৈতিক পুনর্বাসন কেন্দ্রে পরিণত না হয়। যুগ্ম সম্পাদক ব্যারিস্টার সানী জানান, তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরি হলেও উচ্চকক্ষ ও সংরক্ষিত আসন বিষয়ে এখনো অচলাবস্থা বিরাজ করছে।
উচ্চকক্ষ যদি ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতা নিশ্চিত না করতে পারে, তবে তা জাতির কোনো কাজে আসবে না—বরং রাষ্ট্রের জন্য বোঝা হয়ে দাঁড়াবে: এবি পার্টি
দন্ত-নখরবিহীন উচ্চকক্ষ জাতির কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।