উপাচার্য ড. শুচিতা শরমিনের অপসারণের দাবিতে ববির প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের অপসারণের দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সকল প্রশাসনিক দপ্তরে তালা ঝুলিয়ে দিয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তরে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে ববির গ্রাউন্ড ফ্লোরে আধা ঘণ্টা বিক্ষোভ করে এক দফা দাবির বাস্তবায়ন চায় তারা।