Web Analytics

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ডেনমার্কভিত্তিক মায়ের্সক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস বি.ভির সঙ্গে ৩০ বছরের কনসেশন চুক্তি করতে যাচ্ছে, যার আওতায় লালদিয়া কনটেইনার টার্মিনাল ডিজাইন, অর্থায়ন, নির্মাণ ও পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। প্রকল্পটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ ভিত্তিতে বাস্তবায়িত হবে এবং মালিকানা থাকবে বন্দরের অধীনে। ৮০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগের এ প্রকল্পটি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ ইউরোপীয় ইক্যুইটি বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে। ২০৩০ সালের মধ্যে চালু হওয়ার লক্ষ্য নিয়ে টার্মিনালটি দেশের প্রথম সবুজ ও স্মার্ট বন্দর হবে, যা দ্বিগুণ আকারের জাহাজ ধারণ করতে পারবে এবং রফতানি-আমদানি ব্যয় কমাবে। এতে ৫০০–৭০০ জনের সরাসরি ও কয়েক হাজার পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রকল্পটি আধুনিক প্রযুক্তি, ডিজিটাল ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে দেশের বন্দর ও লজিস্টিক খাতকে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করবে।

12 Nov 25 1NOJOR.COM

৮০০ মিলিয়ন ডলারের লালদিয়া প্রকল্পে এপিএম টার্মিনালসের সঙ্গে ৩০ বছরের চুক্তি করছে চট্টগ্রাম বন্দর

নিউজ সোর্স

৩০ বছরের কনসেশন চুক্তি করছে চট্টগ্রাম বন্দর ও এপিএম টার্মিনালস

চট্টগ্রাম বন্দরের আধুনিক লালদিয়া কনটেইনার টার্মিনাল পরিচালনার জন্য ডেনমার্ক ভিত্তিক মায়ের্সক গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস বি.ভির সঙ্গে ৩০ বছরের কনসেশন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বুধবার (১২ নভেম্বর) চুক্ত

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।