ইউবিএসের প্রতিবেদন : প্রতিদিন এক হাজার মিলিয়নেয়ার বাড়ছে যুক্তরাষ্ট্রে
বিশ্বের সবচেয়ে বেশি মিলিয়নেয়ারের আবাস যুক্তরাষ্ট্রে। ২০২৪ সালে দেশটিতে গড়ে প্রতিদিন এক হাজারের বেশি বা বছরজুড়ে ৩ লাখ ৭৯ হাজার নতুন মিলিয়নেয়ার তৈরি হয়েছে, যা আগের বছরের তুলনায় ১ দশমিক ৫ শতাংশ বেশি। এসব তথ্য উল্লেখ করে সুইস ব্যাংক ইউবিএস সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, গত বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রে মিলিয়নেয়ারের সংখ্যা দাঁড়িয়েছিল ২ কোটি ৩৮ লাখ। খবর সিএনবিসি।