Web Analytics

সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানকে ব্ল্যাকমেইল করে ৫ মিলিয়ন ডলার দাবির অভিযোগ উঠেছ মেঘনা আলমের বিরুদ্ধে। কিন্তু আদালতে শুনানি চলাকালে ঈসাকে নিজের স্বামী বলে দাবি করেছেন মেঘনা। আদালত অনুমতি দিলে তিনি বলেন, সৌদি রাষ্ট্রদূতের কথা বলা হচ্ছে। আমার প্রশ্ন যে কেউ চাইলে কি সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে পারে? আপনারা কি তার কাছে যেতে পারবেন? মেঘনা আলম বলেন, আমাকে বিনা বিচারে জেলে পাঠানো হয়েছে। আমাকে বলা হয়েছে কোনো আইনজীবী পাবেন না। বিষয়টি হলো রাষ্ট্রদূত ঈসার সঙ্গে আমার একমাত্র সম্পর্ক, আর কারও সঙ্গে না। সৌদি রাষ্ট্রদূত ঈসার সঙ্গে আমার বিয়ে হয়। ঈসা অভিযোগ করেন, আমি নাকি তার বাচ্চা নষ্ট করে ফেলেছি। এটা মোটেও সত্য না। তাকে এসব তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে বলি। এসব বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি শফিকুরের সঙ্গে কথা বলি। এরপরেই পুলিশ আমাকে গ্রেপ্তার করে। সমির আদালতকে বলেন, আমাকে মেঘনা আলমের বয়ফ্রেন্ড বলা হচ্ছে। এটা ভুল তথ্য, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি সাধারণ একজন মানুষ। দীর্ঘদিন প্রবাসে ছিলাম।

17 Apr 25 1NOJOR.COM

আদালতে সৌদি রাষ্ট্রদূতকে স্বামী দাবি মেঘনার, "রাষ্ট্রদূত বাচ্চা নষ্ট করার মিথ্যা তথ্য ছড়াচ্ছিলেন'

নিউজ সোর্স

RTV 17 Apr 25

আদালতে সৌদি রাষ্ট্রদূতকে স্বামী দাবি মেঘনার, "রাষ্ট্রদূত বাচ্চা নষ্ট করার মিথ্যা তথ্য ছড়াচ্ছিলেন'

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানকে ব্ল্যাকমেইল করে ৫ মিলিয়ন ডলার দাবির অভিযোগ উঠেছে আলোচিত মডেল মেঘনা আলমের বিরুদ্ধে। কিন্তু আদালতে এ ব্যাপারে শুনানি চলাকালে ওই কূটনীতিককে নিজের স্বামী বলে দাবি করেছেন মেঘনা।