‘শয়তানের নিশ্বাস’ চক্রের কবলে কুরবানির টাকা খোয়ালেন বৃদ্ধ
কুরবানির পশু কিনকে ব্যাংক থেকে টাকা তুলেছিলেন ৬৫ বছর বয়সি বৃদ্ধ শহিদুল্লাহ ধনু। তবে, সেই টাকা খুইয়েছেন এ বৃদ্ধ। দিনে দুপুরে প্রকাশ্যে ব্যাংক থেকে তোলা টাকা নিয়ে গেছে একটি চক্র। পরিচিত সেজে হ্যান্ডশেকের মাধ্যমে ‘শয়তানের নিশ্বাস’ (স্কোপোলামিন) দিয়ে কৌশলে এ টাকা নিয়ে গেছে চক্রটি।