Web Analytics

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন স্পষ্টভাবে জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের আশা থাকলেও স্বাভাবিক সম্পর্ক স্থাপনের কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, শান্তি মানে যুদ্ধের অনুপস্থিতি, আর স্বাভাবিকীকরণ লেবাননের পররাষ্ট্রনীতির অংশ নয়। ইসরাইলের দখলে থাকা সীমান্ত এলাকার পয়েন্টগুলো থেকে সেনা সরাতে আহ্বান জানিয়ে আউন অভিযোগ করেন, ইসরাইল হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করছে। তিনি জানান, লেবানন দেশের অস্ত্রের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণে অঙ্গীকারবদ্ধ।

Card image

নিউজ সোর্স

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নাকচ লেবাননের

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। সেইসঙ্গে বৈরুতের দক্ষিণ প্রতিবেশীর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্কের আশা ব্যক্ত করেছেন তিনি। খবর আরব নিউজের।


একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।