দেড় ঘণ্টা পর রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ প্রত্যাহার
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আধিপত্যের প্রতিবাদে করা রেলপথ অবরোধ দেড় ঘণ্টা পর প্রত্যাহার করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে ঢাবি কেন্দ্রিক আধিপত্যের প্রতিবাদে করা রেলপথ অবরোধ দেড় ঘণ্টা পর প্রত্যাহার করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তিন দফা দাবি আদায়ের ঘোষণা দিয়ে রেলপথ অবরোধ প্রত্যাহার করে নেন। শিক্ষার্থীদের দাবি হলো, রাবি, চবি, জাবি, জবি, ৭ কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও মাদরাসাসহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সংস্কার কমিশন, পিএসসি, ইউজিসিসহ রাষ্ট্রীয় সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সংস্থাগুলো পুনর্গঠন করে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ক্ষমতাবিকেন্দ্রীকরণ করে ‘ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ’ গঠনের জন্য দ্রুত সময়ের মধ্যে একটি রুপরেখা প্রণয়ন করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আধিপত্যের প্রতিবাদে করা রেলপথ অবরোধ দেড় ঘণ্টা পর প্রত্যাহার করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।