বাংলাদেশের ভেতর কৃষককে হত্যা করে লাশ নিয়ে যায় বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে কৃষি জমিতে সেচ দিতে গেলে এক বাংলাদেশি কৃষককে হত্যা করে লাশ নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। নিহত কৃষক বারিকুল ইসলাম (৩৬) উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগনাথপুর স্কুলছাম গ্রামের সেতাউরের রহমানের ছেলে। শুক্রবার ভোরে শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর-ফতেপুর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০ এর ২ এসএস ও ১০ এর ৪ এসএস-এ ঘটনা ঘটে। যা আন্তর্জাতিক সীমানা থেকে বাংলাদেশের প্রায় ২৫০ গজ ভেতর অভ্যন্তরে।